‘অপহরণ না! আমার বউ আমার কাছে, সকালে দেখা হবে’

ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতা   © সংগৃহীত

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সা‌লেহ স্বপনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা পাঁচজনকে আসামী করে ধুনট থানায় এ মামলা দা‌য়ের করেছেন। 

বুধবার (১০ আগস্ট) দুপুরে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত স্বপন বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার এজাহার বরাতে পুলিশ জানিয়েছে, ‘সোমবার বিকালে হাঁটাহাঁটির জন্য ওই ক‌লেজছাত্রী বা‌ড়ি থেকে বের হন। এরপর ওই কলেজছাত্রী আর বা‌ড়ি ফে‌রেন‌নি। এরপর কলেজছাত্রী নি‌খোঁজ হওয়ার বিষয়‌টি প্রকাশে আসে। পরে ছাত্রলীগ নেতা আবু সা‌লেহ স্বপনের বিরুদ্ধে ওই ক‌লেজছাত্রী‌কে নি‌য়ে উধাও হওয়ার অভি‌যোগ ওঠে।’

এদিকে সামাজিক যোগা‌যো‌গমাধ্যম ফেসবু‌কে বিষয়‌টি প্রচার হলে অনেকে ওই ক‌লেজছাত্রীকে অপহরণের ঘটনায় ছাত্রলীগ নেতা আবু সা‌লেহ স্বপনের শাস্তি দাবি করেন।

এরই মধ্যে মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে ‘আবু সা‌লেহ স্বপন’ নামের ফেসবুক আইডি থেকে এক‌টি পোস্ট ক‌রা হয়। সেখানে দাবি ক‌রা হয়, ‘অপহরণ না আমার বউ আমার কাছে, কাল সকালে দেখা হবে, একটু দূরে আছি এজন্য।’

আরও পড়ুন : কাজই জীবন, আনন্দ ও সাফল্য

এদিকে ক‌লেজছাত্রীর বাবা দাবি করেছেন, ‘আবু সা‌লেহ স্বপন আগে থেকে তার মেয়েকে উত্যক্ত করতো। কিন্তু প্রেমের আহ্বানে সাড়া না পেয়ে সে তার মেয়েকে অপহরণ করেছে। সোমবার বিকেলের দি‌কে মেয়েটি বাড়ির অদূরে হাঁটাহাঁটি কর‌তে যায়। এ সময় ছাত্রলীগ নেতা স্বপনসহ ৫ জন তাকে সিএন‌জিচালিত অটোরিকশায় করে নি‌য়ে যায়।’

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, ‘ক‌লেজছাত্রী‌কে অপহরণের ঘটনায় থানায় মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সা‌লেহ স্বপন‌কে প্রধান ক‌রে ৫ জন‌কে আসামি করা হ‌য়ে‌ছে। ক‌লেজছাত্রী‌কে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।’


সর্বশেষ সংবাদ