শেষ ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্যাটিংয়ে বাংলাদেশ  © ফাইল ছবি

বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শিরোপা দখলে নিয়ে নিয়েছে স্বাগতিকরা। আজকে নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচে 'হোয়াইটওয়াশ' হওয়ার হাত থেকে বাঁচতে মাঠে নামবে টাইগাররা। প্রথম দুই ম্যাচে দলে তেমন পরিবর্তন না থাকলেও শেষ ম্যাচে পরিবর্তন আছে দুই দলেই।

আজকের ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সিকান্দার রাজা। এছাড়া দল থেকে ছিটকে গেছেন দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া রেজিস চাকাভা। জিম্বাবুয়ের দলে অভিষেক হয়েছে ক্লাইভ মাদান্দের। অপরদিকে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ইবাদত হোসেনের। দলে ফিরেছেন চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ক্ষতবিক্ষত বাংলাদেশ, ওয়ানডে সিরিজেও হার। 

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশ:

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।


সর্বশেষ সংবাদ