প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৫৬ PM
বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে উত্তর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে নতুন বাজার-বসুন্ধরামুখী সড়কে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হন।
সরেজমিনে দেখা গেছে, বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রামপুরা সড়কসহ আশপাশের কিছু সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। তাদের সঙ্গে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষকও যোগ দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দফা এক দাবি, এক প্রধান শিক্ষকের পদত্যাগ। তিনি দুর্নীতিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।