ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা বাতিলের দাবি হাবিপ্রবি শিক্ষার্থীদের
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০২:৩১ PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত কোটা ও বিশেষ সুবিধার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাদের দাবি, প্রকৌশল খাতে নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে হওয়া উচিত, কোনো ধরনের কোটা বা বিশেষ সুবিধা নয়। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি কারিগরি শিক্ষা ব্যবস্থা, যা মূলত টেকনিশিয়ান তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এটি পূর্ণ প্রকৌশল বিদ্যার সমতুল্য নয়। তবুও ডিপ্লোমা হোল্ডারদের প্রকৌশলী পদে নিয়োগ এবং তাদের নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ শব্দ ব্যবহারের সুযোগ চাওয়া হচ্ছে, যা তারা অন্যায্য বলে মনে করছেন।
হাবিপ্রবি শিক্ষার্থীদের দাবিগুলো হলো
সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে এবং ডিপ্লোমাহোল্ডারদের জন্য থাকা ৩৩.৩% কোটা বাতিল করতে হবে; উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ১০০ শতাংশ কোটা বাতিল করে এটি সবার জন্য উন্মুক্ত করতে হবে ও আইনে স্পষ্ট করতে হবে যে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন: ঢাবিতে তরুণ আটক, অসৎ উদ্দেশ্যে প্রচার করতেন নারী সমন্বয়কের ফুটেজ
হাবিপ্রবির প্রকৌশল অনুষদের শিক্ষার্থী সুমন বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ি। অথচ ডিপ্লোমা হোল্ডারদের বিশেষ সুবিধা দিয়ে আমাদের মেধার প্রতি অবিচার করা হচ্ছে। প্রকৌশল পেশার মর্যাদা রক্ষায় আমরা সব ধরনের কোটার বিরোধিতা করছি।’
হাবিপ্রবি শিক্ষার্থীরা সরকারকে আহ্বান জানিয়েছেন, প্রকৌশল খাতে সব ধরনের কোটার ব্যবস্থা বাতিল করা হোক এবং শুধু মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা করা হোক। তারা মনে করেন, এটি প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করবে এবং দেশের প্রকৌশল ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।