বাবা-মা’র ডায়াবেটিস: যে ৫ লক্ষণে আপনিও সতর্ক থাকবেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ PM
বাবা-মা ডায়াবেটিসে আক্রান্ত থাকলে সন্তানেরও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এমন অবস্থায় কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া জরুরি। কারণ, ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে তা দীর্ঘমেয়াদে বড় ধরনের জটিলতা এড়াতে সাহায্য করে। চলুন জেনে নিই কোন ৫টি লক্ষণ দেখা দিলে ডায়াবেটিসের বিষয়ে সতর্ক হতে হবে।
১. এই শীতেও যদি অতিরিক্ত তৃষ্ণা অনুভব হয় এবং জিহ্বা শুকিয়ে আসে, এমনকি পিপাসায় রাতে ঘুম ভেঙে যায়, তাহলে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
২. ডায়াবেটিসের প্রভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যদি ঘোলাটে দেখা যায় বা লেখা ভুল পড়ার সমস্যা হয়, তবে সেটিও হতে পারে ডায়াবেটিসের লক্ষণ।
৩. রক্তের অতিরিক্ত শর্করা বের করে দেওয়ার জন্য শারীরিক প্রক্রিয়া কিডনিতে চাপ দেয়। ফলে অনেকের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব পায়। রক্তে শর্করা বেড়ে যাওয়ার কারণে ইস্ট সংক্রমণের ঝুঁকিও বাড়ে।।
৪. হাত-পায়ে ঝিঁঝি ধরা বা অবশ হয়ে যাওয়ার ঘটনা ডায়াবেটিসের কারণ হতে পারে। তবে অন্যান্য কারণে এমন হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
৫. শরীরচর্চা ছাড়াই হঠাৎ ওজন কমে যাওয়া বা বাড়তে থাকা ডায়াবেটিসের ইঙ্গিত প্রদান করে। এছাড়া, শরীরের ক্ষত শুকাতে দেরি হলেও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।