সাদামাটা আর্সেনালের সামনে ইতিহাস–সেরা রিয়াল
ইংলিশ প্রিমিয়ার লিগে পরাশক্তি দলগুলোর মধ্যে অন্যতম আর্সেনাল, তবে ইউরোপিয়ান মঞ্চে খুব বেশি সাফল্য নেই দলটির। কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসব করতে পারেনি। সেই আর্সেনালই এবার রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামছে। তবে গেল কয়েক মাসের পারফরম্যান্স বিবেচনায় গানারদের হালকাভাবে নিচ্ছেন না কার্লো আনচেলত্তি।
- ফুটবল
- ০৮ এপ্রিল ২০২৫ ১৮:৫২