ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি ছাত্রদলের প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি ছাত্রদলের প্রতিবাদ
মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি ছাত্রদলের প্রতিবাদ  © টিডিসি ফটো

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিটি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব, সদস্য মিজানুর রহমান, সদস্য ইসমাইল হোসেন হৃদয়সহ প্রায় শতাধিক নেতা কর্মী।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সোনালী দলের পক্ষ থেকে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের এনভারমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যে স্থান থেকে মহানবী (সা) মিরাজে গিয়েছিলেন মসজিদুল আল-আকসা, গাজা এবং রাফাতে ইসরাইলের বর্বরোচিত যে হামলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। শুধু এই হামলা নয় বিশ্বের যে কোন স্থানে মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের বিপক্ষে এবং মজলুমদের পক্ষে ছাত্রদল বাকৃবি শাখার অবস্থান সুস্পষ্ট।’

তাছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামে পানীয় হিসেবে কোকাকোলা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন গতকাল যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে এবং দাজ্জাল ইসরাইল নামক সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিপক্ষে অবস্থা নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে, ঠিক সেই সময়ে বাকৃবি শিক্ষার্থীদের আবেদন ও আহবানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দ্বিধায় কোকাকোলা পানীয় বিতরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্কতা ও সংবেদনশীলতা নিয়ে কাজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানাচ্ছি। সেই সাথে বর্তমান সরকারের সাথে ইসরাইল সরকারের ইকোনমিক ডিপ্লোমেসি কেমন হবে, রাজনৈতিক পলিসি কেমন হবে, বৈশ্বিক কূটনীতির উপর ভিত্তি করে ইসরাইলের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক কি তা অতি দ্রুত সময়ে লিখিত আকারে প্রকাশ করার দাবি জানাচ্ছি।’

 


সর্বশেষ সংবাদ