ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ PM

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলদল। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অপর দিকে একই দাবিতে, মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গাজাবাসীদের ওপর হামলা বন্ধ করতে হবে।