কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে সভায় বসলেন উপাচার্যরা
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪১ PM

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কমিটির থাকা উপাচার্যরা মিটিংয়ে বসেছেন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার দিন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং যাতায়াতে সমস্যা হতে পারে, এ বিষয়টি মাথায় রেখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময় পুনর্বিবেচনা করতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।’
মিটিংয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উপপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, কৃষি গুচ্ছের টেকনিক্যাল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাকৃবির রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।