ফের সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি

আবারো সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি
আবারো সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি  © সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শুরু করেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। অন্যদিকে একই লড়াইয়ে জুনের তৃতীয় সপ্তাহে মাঠে নামবে নারী দল। এজন্য আগামী সপ্তাহ থেকেই প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে আগামী ৬ এপ্রিল সকাল ১০টায় থিম্পুর উদ্দেশ্যে রওনা হবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, সিনিয়র ফুটবলার মনিকা চাকমা ও সুমাইয়া। এর আগের দিনে বাফুফে ভবনে ক্যাম্পে যোগ দেবেন তারা। যেখানে তাদের সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বৈঠক করবেন। ফেডারেশন থেকে খেলোয়াড়দের এমন বার্তাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বৃটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন এড়িয়ে চলছেন সাবিনারা। অন্যদিকে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হওয়ার আগেই ভুটানে রওনা হচ্ছেন সাবিনারা। তাই কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিরসন এবং বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা-পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

বাটলার-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে এর আগে উভয়পক্ষের সঙ্গে একাধিকবার বসেছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। তবে আনুষ্ঠানিক কোন সমাধান হয়নি। এরপর জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন বাটলার। তবে এশিয়ান কাপকে সামনে রেখে সব পক্ষই চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসতে পারে বলে গুঞ্জন আছে।

এদিকে পারো এফসিতে খেলবেন সাবিনারা ৪ জন। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা, রুপ্না ও সাগরিকার খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে, তবে এখনো বিমান টিকিট পাননি তারা। বাটলারকে যেই ১৮ জন ফুটবলার এড়িয়ে চলছিলেন তাদেরই ৭ জন ভুটান খেলতে যাচ্ছেন। বাকি ১১ জন কি করবেন, সেটাই এখন দেখার বিষয়। 

অন্যদিকে ঈদের সময় দেশের বাইরে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ ছাড়া সাফের সভার জন্য শ্রীলঙ্কার কলম্বো আছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আগামী দুই বা একদিনের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ