শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল, সম্পাদক ড. জহির

সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম
সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফল অনুযায়ী শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে প্যানেল ভিত্তিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ মোট ১১টি পদের ৯টিতে জয়লাভ করেছে। অপরদিকে আওয়ামী শিক্ষকদের অপর প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ দুটি পদে জয়লাভ করেছে।

বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল নির্বাচনে প্রার্থী না দেয়ায় আওয়ামী শিক্ষকদের দুটি প্যানেল এবারের নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্ধিতা করে। মোট ১১টি পদের প্রতিনিধি নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।

ফল অনুযায়ী সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি ৯টি পদে আওয়ামী বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’-এর প্রার্থীরা জয়লাভ করেন।

আরও পড়ুন: শাবিপ্রবি পরিস্থিতির দ্রুত সমাধান চায় রাবি শিক্ষক সমিতি

নির্বাচনে ৪৬২টি ভোটের মধ্যে ২২৯ ভোট পেয়ে সভাপতি পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও ২৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে সিভিল এন্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন (২২৫ ভোট), কোষাধ্যক্ষ পদে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার (২২৭ ভোট), যুগ্ম সম্পাদক পদে আইআইসিটির সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব ( ২১১ ভোট) নির্বাচিত হয়েছেন।

এদিকে, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলী (২১৮ ভোট) ২য়, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান (২১৭ ভোট) ৩য়, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল (২০৮ ভোট) ৫ম ও সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মো. মুন্না (২০৫ ভোট) ৬ষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে আওয়ামী শিক্ষকদের অপর প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী (২২৭ ভোট) ১ম ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক (২১৭ ভোট) ৪র্থ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ