সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবা‌হী নৌকাডু‌বিতে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে জেলার মধ্যনগর থেকে জামালগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা আরও কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠে।

নিহতরা হলেন বিউটি চক্রবর্তী, কল্পনা রানী সরকার, জয়ীতা সরকার ও গঙ্গা রানী সরকার।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর জেলার মধ্যনগর থেকে নৌকা‌টি ছেড়ে আসে জামালগঞ্জ উপজেলার দুর্গাপুরের উদ্দেশে। এ সময় জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে আসা মাত্রই নৌকা‌টি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই নারী ও দুই শিশু মারা যায়। আরও এক শিশুকে মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রাইভেটকার আটকে গুলি, নিহত ২

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌মো. সাইফুল ইসলাম বলেন, ‌ঘটনাস্থলে পু‌লিশ পৌঁছেছে। এখ‌ন পর্যন্ত আমরা চারজনের মরদের উদ্ধারের খবর পেয়েছি।


সর্বশেষ সংবাদ