মাভাবিপ্রবি ছাত্রলীগের দুই পদে পদপ্রত্যাশী ৫৭ জন

মাভাবিপ্রবি ছাত্রলীগ
মাভাবিপ্রবি ছাত্রলীগ  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫৭ জন পদপ্রত্যাশী জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল।

আরও পড়ুন: অমাবস্যার চাঁদ বশেমুরবিপ্রবির মেডিকেল অফিসার

সোমবার ও মঙ্গলবার (২০ ও ২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এণ্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার কক্ষে মাভাবিপ্রবি ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন মাভাবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল এবং সহ-সম্পাদক শেখ আরজু।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীরা জীবন বৃত্তান্ত প্রদান কার্যক্রমে অংশ নেয় এবং সিভি প্রদান করে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল বলেন, আমরা মাভাবিপ্রবি ছাত্রলীগের ৫৭ জন পদপ্রত্যাশীর সিভি গ্রহণ করেছি। যারা ছাত্রলীগের সাথে থেকে নিয়মিত মিটিং, মিছিল ও প্রোগ্রামে অংশ নেয় এবং ক্যাম্পাসে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আশার জন্য আমাদের সর্বোচ্চ সুপারিশ থাকবে।

আরও পড়ুন: অর্ধাহারে দিন কাটছে লাইব্রেরিতে কর্মরত অর্ধশত শিক্ষার্থীর

এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল, সহ-সম্পাদক শেখ আরজু এবং সদস্য রহিমা আক্তার মুক্তির নিকট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ১৫ কার্যদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।


সর্বশেষ সংবাদ