দুই দশক পর উপ-উপাচার্য পেল শাবিপ্রবি

অধ্যাপক ড. মো. কবীর হোসেন
অধ্যাপক ড. মো. কবীর হোসেন

দুই দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবীর হোসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং মেডিকেল প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন।

সোমবার (১০ জুলাই) রাষ্ট্র্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য-এর অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপ-উপচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি উপ-উপচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরও পড়ুন: কুবিতে বিভাগীয় সভাপতি নিয়োগে জেষ্ঠ্যতা লঙ্ঘন

মো. কবীর হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন/সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

জানা যায়, শাবিপ্রবিতে ২০০২ সালে চারদলীয় জোট সরকারের আমলে প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর নানা জটিলতায় প্রায় দুই দশক কেটে গেলেও এ পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল।

অধ্যাপক ড. কবীর শাবিপ্রবির ভৌত বিজ্ঞান অনুষদ এবং কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সদস্য, সহকারী প্রক্টর, শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, অর্থ কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, পরিবহন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক, একাডেমিক কাউন্সিল মনোনীত বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগেও তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দুইবার সভাপতি, একবার সহ-সভাপতি, একবার সাধারণ সম্পাদক ও দশবার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ সংবাদ