‘বড় বড় নাম’ নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৭ PM

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ব্যাটার শন উইলিয়ামস পিঠের চোট কাটিয়ে এই সিরিজে ফিরছেন। এ ছাড়া অধিনায়ক ক্রেইগ আরভিনও বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন। আরভিনের পরিবর্তে আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া ওয়েসলি মাধেভেরে নিজের জায়গা ধরে রেখেছেন।
এই দুই তারকা ছাড়াও আরও কিছু পরিবর্তন এসেছে রোডিশিয়ানদের স্কোয়াডে। আবারও দলে ডাক পেয়েছেন দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেটকিপার-ব্যাটার তাফাদজাওয়া সিগা। ওয়েলিংটন মাসাকাদজাও দলে ফিরেছেন। সবশেষ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেন এই স্পিনার।
দলে একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তবে উইকেটকিপার ব্যাটার জয়লর্ড গাম্বি, তরুণ পেসার নিউম্যান ন্যামহুরি এবং টপ-অর্ডার ব্যাটার তাকুদজওয়ানাশে কাইতানো দলে জায়গা পাননি।
বাংলাদেশ সিরিজের দল নিয়ে প্রধান কোচ জাস্টিন স্যামন্স আত্মবিশ্বাসী, ‘আমরা রোমাঞ্চিত। কারণ, এমন একটি সময়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেখানে টেস্ট ক্রিকেটই আমাদের মনযোগের প্রধান জায়গা হবে। আমি নিশ্চিত, নতুন কন্ডিশনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর এই ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে উন্নতি করবে। আমরা দলটিকে এমনভাবে তৈরি করছি, যাতে আমাদের সর্বোচ্চ ভারসাম্য থাকে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’
সর্বশেষ ২০২০ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে । সেই টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ। এ ছাড়া ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম।
আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে রোডেশিয়ানরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। আর দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল।
জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।