ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী ২ মে (শুক্রবার) এ পরীক্ষা হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তিচ্ছু সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২ মে’র (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে—জানাল মন্ত্রণালয়

এদিকে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ৭ এপ্রিল শেষ হয়েছে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ এপ্রিলের পরিবর্তে ১৭ মে বেলা ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ