বিএনপি নেতা বুলু হাসপাতালে ভর্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:২৮ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:২৮ AM

নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসামে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাকসামে পৌঁছালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি।
পরে রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতাল—মুন হসপিটালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
রাত পৌনে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুলু ভাইয়ের শরীরে ইনফেকশন ধরা পড়েছে। যদিও তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তবে ঈদের সময় এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে।
হাজী ইয়াছিন আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বরকত উল্লাহ বুলুর চিকিৎসা কুমিল্লার মুন হসপিটালেই চলবে। মেজর কোনো জটিলতা নেই বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।