নির্বাচকদের দুষলেন নাসির
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:১৯ PM

একটা সময়ে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন। তবে উজ্জ্বল দিন পার করেও কম বিতর্কে জড়াননি তিনি। একই কাতারে পথ পাড়ি দিয়েছেন নাসির এবং বিতর্ক। এরপর হারিয়েছেন ফর্ম। যে কারণে খানিকটা অকালেই জাতীয় দলের রাডার থেকে হারিয়ে গেছেন।
বিতর্কের শেষ অঙ্কে কপালে নিষেধাজ্ঞাও জুটেছে। টি-টেন লিগ খেলতে গিয়ে আইসিসি থেকে শাস্তি পান নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ২০ মাস পর ফের মাঠে ফিরেছেন এই ক্রিকেটার। সোমবার (৭ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে নাসিরকে পেশাদার ক্রিকেটে ফের দেখা গেল। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
এ প্রসঙ্গে নাসির বলন, ‘আমি অনেক দুর্ভাগা! আমার কাছে মনে হয় (হাসি), কী বলব এটা? (নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই) ম্যাচ ছিল বিধায় খেলতে পেরেছি। আরও অনেক দলের প্রস্তাব ছিল। তবে আমার মনে হয়েছে, এই দলে খেললে আমার জন্য ভালো হবে। প্রস্তাব ছিল অনেক দলের। তবে আমার কাছে যেটা ম্যাটার করে, প্রায়োরিটি আর কীভাবে আমার সঙ্গে আচরণ করছেন। যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল... আমি কোনো দলের অপশন হয়ে থাকতে চাই না যে এই খেলোয়াড় গেলে আমি খেলব বা এই খেলোয়াড় থাকলে আমি খেলব না। এই ধরনের অপশন হয়ে কখনও থাকতে চাই না। হ্যাঁ (অন্য দল থেকেও) প্রস্তাব ছিল। তারা শুধু প্রস্তাবই দিয়েছে, আর কোনো কিছু দেয়নি (হাসি)।’
ফের ২২ গজে ফেরা নিয়ে নাসির বলেন, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে... দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলব যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি। যদি একটা মিস হতো, তাহলে ঠিক ছিল।’
জাতীয় দলের হয়ে খেলা নিয়ে নাসিরের মন্তব্য, ‘আমার মনে হয় যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন।’
এই অলরাউন্ডার যোগ করেন, ‘যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম (ঢাকা ডমিনেটর্সের হয়ে), এরপর কিন্তু আমাকে 'এ' দল বা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ - কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।’
নির্বাচক প্যানেলকে নিয়ে নাসির বলেন, ‘আমার মনে হয়, আপনি যখন নির্বাচক প্যানেলে থাকবেন... যদি বাইরের দেশে দেখেন, দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলায়। ধরেন আমি নির্বাচক হিসেবে আছি। আমার চোখে কিন্তু সবাইকে সমান ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। দুই বছর পরপর বদলালে, আমার চোখে যাকে ভালো লাগত না, অন্য কারও চোখে তাকে ভালো লাগতেও পারে। আপনি যদি এখন ৯-১০ বছর ধরে একই জায়গায় থাকেন, যাকে ভালো লাগবে না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল প্রায়। আমি মনে করি, আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি যদি ৫টা সুযোগ পাই, বাকিদেরও ৫টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় যেন, ওরা ২০টা সুযোগ পেল, আমি ৫টা সুযোগ পেলাম। আমার মনে হয়, আমার ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে। হতে পারে। আমার কাছে তা-ই (পছন্দ হয়নি দেখে সুযোগ পাইনি) মনে হয়।’