হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © লোগো

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এড়িয়ে যেতে চাইলে ব্লক করতে হয়। তবে অনেক সময় কিছু কনট্যাক্ট ব্লক করার উপায় থাকে না। তাই আর্কাইভ অপশনে সমস্যার সমাধান করল হোয়াটসঅ্যাপ।

এবার থেকে চ্যাট লিস্টের উপরে আলাদাভাবে থাকবে সব আর্কাইভ করা চ্যাট। প্রয়োজন হলে সেখান থেকে খুলেই রিপ্লাই দেওয়া যাবে।

কয়েক মাস আগে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই ফিচার আসে। এবার প্রায় সব ভার্সনেই আপডেটে এসে গেছে এই আর্কাইভেরআলাদা তালিকার ফিচার।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বেটা ভার্সনে ব্যবহারকারীদের ভালো রিভিউ পেয়েছে নতুন ফিচারটি। ফলে পাকাপাকিভাবে সব ভার্সনে আনা হয়েছে। এখনও যদি আপনার হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার না এসে থাকে, সে ক্ষেত্রে সরাসরি গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি আপডেট করতে পারেন।


সর্বশেষ সংবাদ