বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস
দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস  © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস দুটি কক্সবাজারমুখী ছিল৷ বাসটি ছিল চট্টগ্রামমুখী। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস ধাক্কা দেয়। হতাহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসে ছিলেন। ওই গাড়ির চালকও নিহত হয়েছেন।

এ বিষয়ে ওসি আরিফুর রহমান বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ