৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২১ PM

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষেও পিএসসি কার্যালয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা পিএসসি কার্যালয়ে অবস্থান করছিলেন।
আন্দোলনকারীরা বলছেন, ‘৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করতে হবে। পিএসসি আমাদের কাছে ৩ দিনের সময় চেয়েছে। আমরা তাদের এক সপ্তাহ সময় দেব। তবে আগে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি দিতে। এ দাবি না মানা পর্যন্ত আমরা পিএসসিতে অবস্থান করবো।’