তিনদিনের আল্টিমেটাম দিয়ে পিএসসি ছাড়ল আন্দোলনকারীরা

  © টিডিসি ফটো

সেনাবাহিনীর মধ্যস্থতায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয় ছেড়েছেন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া চাকরিপ্রার্থীরা। আগামী তিনদিনের মধ্যে দাবি আদায়ে আল্টিমেটাম দিয়েছেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে পিএসসি কার্যালয় ত্যাগ করেন আন্দোলনকারীরা।

চাকরিপ্রার্থীরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে পিএসসি তিনদিনের সময় চেয়েছে। আমরা সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে চাই। সেনাবাহিনীর ওপর আস্থা রেখে আমাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি।

তারা জানান, আমরা আজ পিএসসি ছেড়ে গেলেও আমাদের কর্মসূচি চলবে।

এর আগে মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। এদিন চাকরিপ্রার্থীরা প্রথমে পিএসসির গেটের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সোয়া একটার দিকে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন তারা।


সর্বশেষ সংবাদ