নেত্রকোনায় এক রাতে ১০ গরু চুরি
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ১১:৪৪ AM

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতে দুই কৃষকের ১০ গরু চুরির ঘটনা ঘটেছে । গৃহপালিত এসব প্রাণীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন ওই কৃষকরা। উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে চুরির ঘটনাগুলো ঘটে।
ভুক্তভোগী কৃষকরা হলেন গাড়াদিয়া গ্রামেরনাম চাঁন মিয়া ভূঁইয়া ও আব্দুস সাত্তার।
চাঁন মিয়া বলেন, ‘শুক্রবার রাত একটা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। ভোররাতে চোররা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ১টি গাভীসহ বাছুর, ১টি গাভিন গাভী ও ২টি বকনা বাছুর ছিল। এ চুরির ঘটনায় আমার প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে উপজেলার একই গ্রামের মৃত আসন আলীর ছেলে কৃষক আব্দুস সাত্তারের গোয়ালঘর থেকে একই রাতে ১টি গাভিন গাভী, বাছুরসহ একটি গাভী, ১টি বকনা বাছুর ও একটি ষাঁড় বাছুর চুরি হয়েছে।
আরও পড়ুন: পাবনায় সড়কে গাছ ফেলে ২০ গাড়িতে ডাকাতি
কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘গত রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়ার ব্যবস্থা করে তালা দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালে গিয়ে দেখি, গোয়ালঘরের তালা ভাঙা এবং পাঁচটি গরু নেই। এ চুরির ঘটনায় আমার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি কিছুক্ষণের মধ্যে থানায় অভিযোগ করব।’
কেন্দুয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গরু চুরির ঘটনা বন্ধে আমরা বদ্ধপরিকর। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’