কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৮ AM

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম।
তিনি বলেন, নিহতরা ১৩-১৭ বছর বয়সী হবেন। তারা স্থানীয় কেউ নয়। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কোন ট্রেনে কাটা পড়েছেন, আত্মহত্যা নাকি অসাবধানতাবশত মৃত্যু সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।