ঈদের আগে ১২০ কর্মচারীকে ছাঁটাই করল রাজশাহী সিটি করপোরেশন

রাজশাহী সিটি কর্পোরেশন
রাজশাহী সিটি কর্পোরেশন  © টিডিসি ফটো

ঈদের আগে ১২০ জন অস্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক অফিস আদেশের মাধ্যমে তাদের ছাঁটাই করা হয়। রাসিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান স্বাক্ষরিত এই আদেশ অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।

‘অনুমোদিত সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা বিভাগ/শাখা বিলুপ্তকরণসহ প্রয়োজনীয় জনবল সংযুক্তি এবং কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের যাচাই-বাছাই’—শিরোনামের অফিস আদেশে ১৬৫ জন কর্মচারীর নাম রয়েছে। এর মধ্যে ১২০ জনকে ছাঁটাই করা হয়েছে। বাকি ৪৫ জনকে বিভিন্ন শাখা ও দপ্তরে পুনর্বিন্যাস করা হয়েছে।

রাসিকের ভারপ্রাপ্ত সচিব তৈমুর রহমান বলেন, ‘বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় এসব কর্মীর আর প্রয়োজন নেই। তবে যাদের দরকার, তাদের রাখা হয়েছে।’

এর আগেও গত বছরের নভেম্বর মাসে রাসিক ১৬১ জন অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেছিল।

এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘বারবার এভাবে কর্মী ছাঁটাই করা অমানবিক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। উন্নয়ন মানে কর্মসংস্থান সৃষ্টি, কর্মহীনতা নয়। সিটি করপোরেশনকে নাগরিক সেবার জন্য জনবল বাড়ানো উচিত, কমানো নয়।’

এ বিষয়ে জানতে চাইলে রাসিকের ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চিঠিতে স্বাক্ষর করেছি।’


সর্বশেষ সংবাদ