কোটা আন্দোলন, বিপ্লব পরবর্তী প্রশাসনের অর্জনে চবির ২০২৪
চবি ঝর্ণা যেন অভিশপ্ত মরণফাঁদ
রীতিমতো অভিশপ্ত মরণফাঁদে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা। গত চার বছরে কেড়ে নিয়েছে ৩ টি প্রাণ। সবশেষ ১৬ মে ঝর্ণায় ঘুরতে এসে মোহাম্মদ জোনায়েদ নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র মৃত্যুবরণ করে।
নতুন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের গত ১১ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
প্রকাশ্যে চবি ছাত্রশিবির, কমিটিতে ৫ সমন্বয়ক
গত ২৪ সেপ্টেম্বর প্রশাসন বরাবর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহীম। পরবর্তীতে ২০ নভেম্বর প্রকাশ করা হয় শাখাটির ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচয়। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির ৪ সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক।
৭ বছর পর বৈধভাবে হলে শিক্ষার্থীরা
সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে আসন বরাদ্দ দেয়া হয়। এরপর হলগুলোতে একচ্ছত্র আধিপত্য ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের। ফলে হলে উঠতে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হতো। তবে জুলাই বিপ্লবের পর নতুন প্রশাসন ৭ বছর পর গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দেয়। ফলে মেধার ভিত্তিতে বৈধ প্রক্রিয়ায় হলে উঠতে পারেন শিক্ষার্থীরা।
মাদক নিয়ন্ত্রণে ডোপটেস্ট চালু
বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে মাদক নিয়ন্ত্রণের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে আবাসিক হলের শিক্ষার্থীদের এ ডোপটেস্ট করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সবাইকে এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চালু হয়েছে ডোপটেস্ট। এর ফলে বাহিরের তুলনায় অর্ধেকেরও কমে ডোপটেস্ট করতে পারবে শিক্ষার্থীরা।
চবিতে ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিস
বর্তমান প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সনদ সংগ্রহ ও সংশোধনের প্রক্রিয়া সহজ করতে ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিস চালু করা হয়েছে। এই পদ্ধতিতে জরুরি ভিত্তিতে তিন দিন ও নিয়মিতভাবে ১ সপ্তাহের মধ্যে মিলবে সার্টিফিকেট। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনলাইন ব্যাংকিংয়ের যুগে প্রবেশ
দীর্ঘ ভোগান্তির পর গত ৬ নভেম্বর অনলাইন ব্যাংকিং সেবা চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এখন থেকে তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধের সুবিধা পাবে। এখন থেকে গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা শিক্ষার্থীদের।
- স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়
- ০১ জানুয়ারি ২০২৫ ২২:০৯