বরগুনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, পায়ের রগ বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ PM
বরগুনার পাথরঘাটায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।
নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সদস্য।
এর আগে দুপুর দেড়টার দিকে কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে নাসিরকে কুপিয়ে পায়ের রগ বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল মোহাম্মদ আবু ছালেহ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার দুই পায়ের রক কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী আনসার মোল্লা বলেন, দুপুরে বাড়ির সামনে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি নাসির রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় ঘটনাস্থল থেকে রাব্বি এবং হাসানকে মটরসাইকেল করে দ্রুত পালিয়ে যাচ্ছে। এসময় রাব্বির হাতে একটি রামদা ছিল। এর আগেও একাধিক মটরসাইকেল ঐ এলাকা থেকে দ্রুত চলে গেছে।
অভিযুক্ত রাব্বি, মাহবুব হোসেনের ছেলে ও হাসান, ফরিদ গাজীর ছেলে। এদের বাড়ি উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, নাসির যুবদলের কর্মী। দলীয় প্রোগ্রাম শেষে নাসির তার বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।