ছাত্রদলকে যেমন দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১ জানুয়ারি)। সংগঠনের পক্ষ থেকে এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের সময় মুক্তভাবে বিচরণ করতে পারেনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তবে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে অবাধে কাজ করতে পারছে সংগঠনটি। শিক্ষার্থীদের সাথে দূরত্ব কমাতে এবং তাদের কাছে পৌঁছাতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা হয় দ্যা ডেইলি ক্যাম্পাসের। তারা বলেন, ভবিষ্যতে ছাত্রদলকে শিক্ষার্থীদের ভরসাস্থল হিসেবে দেখতে চান। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবুজার গিফারী ইফাত বলেন, “সুস্থ ধারার যে রাজনীতি আমরা জারি রেখেছি, তারই ধারাবাহিকতা এবং সময়োপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভরসার ভরকেন্দ্র হতে চাই।”
তিনি আরও বলেন, “নানান ধরনের গুজব ও অপসংস্কৃতি এড়িয়ে আমরা চাই ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের জন্য কাজ করবে। সেটা করার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমরা তা নেব। ইতোমধ্যে অনেক শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। গুজবের বিরুদ্ধে আমরা একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান নির্মাণ করতে চাই।”
শাখা ছাত্রদল কর্মী মো. আরকানুল ইসলাম রুপক বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রত্যাশা, গত ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে আমরা যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি, ভবিষ্যতে আমাদের পথচলায় যেন আমাদের দ্বারা কেউ সেই অভিজ্ঞতার মুখোমুখি না হয়। আমরা বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চায় নিজেদের নিবেদন করবো এবং ছাত্রদের প্রকৃত প্রতিনিধি হিসেবে মৌলিক অধিকার আদায়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, “মানবিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়ের ভিত্তিতে রাজনীতি পরিচালনা করে, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে একটি উদাহরণ স্থাপন করতে চাই।”
মুহসীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর রাফি বলেন, “ফ্যাসিবাদ পতনে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ও তা রক্ষায় সমানভাবে ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”
স্যার এ এফ রহমান হল শাখার প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, "গণতন্ত্র রক্ষায় ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদলের যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তা ভবিষ্যতেও যেন বজায় থাকে। ছাত্রদল আগামীদিনে আরো বেশী সৃজনশীল হয়ে উঠুক।"
তিনি আরও বলেন, “পাশাপাশি উৎপাদন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিতকরণে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির জন্য যেই রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন, ছাত্রদলের মাধ্যমেই তা আসবে বলে আমি বিশ্বাস করি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “ছাত্রদলের কাছ থেকে আমার প্রত্যাশা হচ্ছে, ছাত্রদল জাতীয়তাবাদী শক্তির ব্রেইন হিসেবে কাজ করবে। সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।”
রাজনীতি চর্চার পাশাপাশি শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে হাবিব বলেন, “সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দক্ষতা অনুযায়ী কাজে নিযুক্ত করতে হবে। বিশেষ করে বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদগুলোতে যারা থাকেন, তাদের নিজ নিজ ক্ষেত্রে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করতে পারবে।”