চবিতে পোষ্য কোটা থাকবে কি না, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৫২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটাসহ ৯ দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পোষ্য কোটার বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে মতামতের ভিত্তিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন অনেকে।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সভা শুরু হয়েছে। এই সভায় পোষ্যকোটা বাতিলের বিষয়টি উত্থাপন করা হবে। চবিতে পোষ্য কোটা থাকবে কি, থাকবে না সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।
পোষ্যকোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু দিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা পোষ্যকোটা নিয়ে কোন ধরনের আপোষ করবে না। তারা মনে করেন বিশ্ববিদ্যালয়ে যারা চাকুরি করেন তাদের অন্তত একটা চাকুরির ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের বাবা নেই, অনেকের বাবার কোনো চাকুরিও নেই। বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটাসহ সকল ধরনের অযৌক্তিক কোটা পুরোপুরি বাতিলের দাবি জানান তারা।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান পোষ্যকোটা বাতিলের আশ্বাস দিয়ে বলেন, প্রশাসন চাইলেই পোষ্যকোটা বাতিল করতে পারেনা। এই বিষয়টির সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত রয়েছে। তবে আমরাও চাই বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের কোটা না থাকুক। সকলের সাথে আলোচনা করে এ বিষয়ে একটি যৌক্তিক সমাধানে যাবে প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নছরুল কদির বলেন, পোষ্য কোটার ব্যাপারে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ডিন, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতি সবার উপস্থিতিতে বিশদ আলোচনা হয়েছে। তবে, এর পক্ষে-বিপক্ষে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশাসন এটির ব্যাপারে খুব এক্টিভ। এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি করার কথা বলা হয়েছে। যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, তাই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে তো আর হুট করে বাতিল করা সম্ভব না। তবে, প্রশাসন সবার সাথে বসে আলোচনার মাধ্যমে এর সমাধান করবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এবিএম আবু নোমান বলেন, আমাদের শিক্ষক সমিতি থেকে পোষ্য কোটার ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। তবে, আমি মনে করি, যেহেতু এই কোটাটা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শিক্ষক পর্যন্ত সবাই ভোগ করে। তাই, সবার সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আবার শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করছে তাদের দাবির দিকেও নজর দিয়ে প্রশাসনের উচিত এবিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানো।
কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় চাকরি করি একটা আশাতেই যে আমাদের সন্তানেরা লেখাপড়ার সুযোগ পাবে। কারণ আমাদের যে বেতন দেওয়া হয় এই টাকা দিয়ে আমরা নিজেরা চলতেই হিমশিম খাই। সেখানে আমাদের সন্তানদের লেখাপড়া করানো দুঃসাধ্য। আমরা চাই না পুরোপুরি কোটা বাতিল করে দেওয়া হোক। সীমিত পরিসরে হলেও যাতে পোষ্য কোটা রাখা হয় প্রশাসনের কাছে এটায় অনুরোধ।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুরোপুরি বাতিল করা হয়ছে। এ নিয়ে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তবে পোষ্যকোটা বাতিলের দাবিতে পাল্টা কর্মসূচি দিয়েছে রাবির সাধারণ শিক্ষার্থীরা। তারা রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি দিয়েছেন। এই ঘটনায় পদত্যাগ করেছেন আইসিটি সেলের পরিচালক।