শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু ২৬ জানুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:০০ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১১:০০ PM
৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ২৬ জানুয়ারি। স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।
বুধবার (০১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি চিঠিতে সব শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
জানা গেছে, এ বছর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সমিতির ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায় পর্যন্ত (শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরিতে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। উপজেলা-থানা পর্যায়ে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উপ-অঞ্চল পর্যায়ে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে খেলা বা বন্ধ থাকবে বলে বলা হয়েছে। অঞ্চল পর্যায়ে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় পর্যায়ে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হল- বালকদের তিন গ্রুপে সর্বোচ্চ ১৪টি পর্যন্ত খেলা রয়েছে। বালিকাদের দুই গ্রুপে সর্বোচ্চ ১১টি পর্যন্ত খেলা রয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে দলীয় এবং ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়দের গঠনতন্ত্রের পরিশিষ্ট ‘ঘ’ এবং ‘ঙ’ অনুযায়ী (ফরমের কপি সংযুক্ত) আগামী ১৩ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। উল্লিখিত পূরণকৃত ফরমগুলো পরবর্তী পর্যায়ে পাঠাতে হবে।
ব্যক্তিগত ইভেন্টের ক্ষেত্রে ফরমের সঙ্গে সম্প্রতি তুলা ১টি পাসপোর্ট সাইজের ছবি এবং ১টি থ্রিআর সাইজের ছবি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি (রঙিন) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করার ক্ষেত্রে স্বাক্ষর ও সিল কিছু অংশ ফরমে কিছু অংশ ছবিতে থাকে। থ্রিআর সাইজের ছবি (রঙিন) ফরমের অপর পৃষ্ঠায় সংযুক্ত করে সব পর্যায়ের কর্মকর্তারা স্বাক্ষর ও সিল কিছু অংশ ফরমে কিছু অংশ ছবিতে থাকে।
প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্রে উল্লিখিত নিয়মানুসারে সব খেলা পরিচালিত হবে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৪ এর (ক) অনুযায়ী ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর (স্কুল, মাদরাসা ও কারিগরি-ভোকেশনাল) অংশগ্রহণ বাধ্যতামূলক।
দলীয় খেলায় শুধু চ্যাম্পিয়ন দল পরবর্তী পর্যায়ে যাবে। ব্যক্তিগত ইভেন্টে (অ্যাথলেটিকস ও সাইক্লিং) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি ইভেন্টে ২ জন খেলোয়াড় শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা পাসের প্রত্যয়নপত্র এবং নবম, দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে জেএসসি-জেডেসির রেজিস্ট্রেশন ও ইএসআইএফ লিস্টের মূল কপি দেখাতে হবে। বিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র, টিসি (মূল কপি), ডিজিটাল জন্ম নিবন্ধন মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। লেমিনেটিং কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না।
একই প্রতিষ্ঠানে সাধারণ ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষার্থী থাকলে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের নিয়ে দল গঠন করতে পারবে। গঠনতন্ত্রের অন্যান্য নিয়মাবলি যথাযথ অনুসরণ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ২৬ জানুয়ারি অনূর্ধ্ব ১৭ বছর হতে হবে।
উপজেলা ও থানায় বিজয়ীদের তালিকা খেলোয়াড়দের ছবিসহ জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ীদের তালিকা উপ-অঞ্চল পর্যায়ে এবং পিডিএফ ফাইলে ইমেইলে (sports.phy2023@gmail.com) পাঠাতে হবে। উপ-অঞ্চলে বিজয়ীদের তালিকা অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ে বিজয়ীদের তালিকা জাতীয় পর্যায়ে সম্পাদকের কাছে যথাযথ কর্তৃপক্ষের সিল-স্বাক্ষরসহ পাঠাতে হবে।