জাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শীর্ষে যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে চার শিফটে চলে পরীক্ষা।

ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। এদিন প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হয়।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ছেলেদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন অভিজ্ঞান পোদ্দার। তার মোট স্কোর ৯৪.৬। ছেলেদের মেরিট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মেয়েদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা। তার স্কোর ৯০.২। মেয়েদের মেরিট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।

আরো পড়ুন: জাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শীর্ষে যারা

জানা গেছে, চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ