মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আর নেই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:২০ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:২০ PM

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিক। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
জনপ্রিয় ‘পাক লাহ’ নামে পরিচিত আবদুল্লাহ আহমদ ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মাহাথির মোহাম্মদের পরবর্তী প্রধানমন্ত্রী। মাহাথির দীর্ঘ ২২ বছরের শাসনামলের পর ২০০৩ সালে পদত্যাগ করলে আবদুল্লাহ দেশটির নেতৃত্ব গ্রহণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেন তাঁর জামাতা ও দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন। তিনি জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোববার সকালে হাসপাতালে ভর্তি হন আবদুল্লাহ। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট থেকে এক বিবৃতিতে জানানো হয়, হাসপাতালে আনার পরপরই আবদুল্লাহ আহমদকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
আবদুল্লাহ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আবদুল্লাহ আহমদের রাজনৈতিক জীবন ছিল সুনাম ও সম্মানে ভরা। একজন নীতিনিষ্ঠ ও মৃদুভাষী নেতা হিসেবে তিনি মালয়েশিয়ার জনগণের আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুর খবরে মালয়েশিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।