রাবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বুধবার (১৬ এপ্রিল) থেকে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৯ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘এ’ ইউনিটের প্রবেশপত্র (ভবন ও কক্ষ নম্বরসহ) আগামী ১৬ এপ্রিল থেকে ডাউনলোড করা যাবে। এর আগে ভর্তি পরীক্ষা শুরু হয় গত শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। 

‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হয়। এক ঘণ্টার ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের পরীক্ষা ২ শিফটেই অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর হবে। এবছর পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। সেগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ