ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ১৪ জানুয়ারি

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৪ জানুয়ারি প্রকাশ হবে। ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। 

গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৪ জানুয়ারি। আগামী ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া, সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান পাঠানো, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। 

শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হাজিরা সিট ডাউনলোড করা যাবে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। আর ৮ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৮ মার্চ। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ