কৃষ্ণসাগরের ওপর ড্রোন ভূপাতিত করল তুর্কি যুদ্ধবিমান

১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ PM
ন্যাটোর বার্ষিক নৌ মহড়ার সময় নৌজাহাজের ওপর দিয়ে উড়ে যাচ্ছে তুর্কি এফ–১৬ যুদ্ধবিমান।

ন্যাটোর বার্ষিক নৌ মহড়ার সময় নৌজাহাজের ওপর দিয়ে উড়ে যাচ্ছে তুর্কি এফ–১৬ যুদ্ধবিমান। © সংগৃহীত

কৃষ্ণসাগরের আকাশপথ দিয়ে তুরস্কের দিকে এগিয়ে আসা একটি নিয়ন্ত্রণহীন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কৃষ্ণসাগরের দিক থেকে তুর্কি আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি অনিয়ন্ত্রিত ড্রোন শনাক্ত করা হয়। আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলে ড্রোনটি একটি নিরাপদ এলাকায় ভূপাতিত করা হয়। এ সময় তুর্কি বিমানবাহিনী ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এফ–১৬ যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।

তবে ড্রোনটির ধরন বা উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তুরস্কের বিমান বাহিনী।

উল্লেখ্য, গত সপ্তাহে কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল তুরস্ক। একই সময়ে রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের একাধিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়, যেখানে তুরস্কের মালিকানাধীন তিনটি কার্গো জাহাজও ক্ষতির মুখে পড়ে। এ ঘটনায় যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দেয় আঙ্কারা।

এর আগে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে রাশিয়ার তেল রপ্তানির উদ্দেশ্যে যাত্রারত তিনটি ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার ক্ষতিগ্রস্ত হলে পাল্টা হামলা চালায় রাশিয়া। পরে কিয়েভের হামলার জবাবে মস্কো ইউক্রেনকে ‘সমুদ্র থেকে বিচ্ছিন্ন’ করে দেওয়ার হুমকি দেয়। [সূত্র: সৌদি গেজেট]

ময়মনসিংহের ১১ আসনের ৯ টিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস দখল করে বসবাসের অভিযোগ মাদ্রাসা সুপা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মোট মনোনয়নপত্র দাখিল ২৫৮২টি, কোন বিভাগে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আর শোনা যাবে না আবু ওবায়দার ভাষণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে সাড়ে তিনঘন্টা অফিস করে মাকে দেখতে এভারকেয়ারে তারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫