রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহসভাপতিসহ (ভিপি) সাতজনের নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করা যাবে বলে জানান নির্বাচন কমিশন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার 
অধ্যাপক এফ নজরুল ইসলাম।

প্রাথমিকভাবে যে সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তারা হলেন সহসভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র এবং সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মো. ওমর ফারুক সাফীন আজমীর।

আরও পড়ুন: আমরণ অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টা পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করায় এখন মোট প্রার্থী ৩১৫ জন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। তাদের মধ্যে আমরা বিভিন্ন কারণে সাতজনের প্রার্থিতা বাতিল করেছি। বিভিন্ন কারণে তাদের প্রার্থীরা বাতিল করা হয়েছে। তাদের অনেকের ব্যাংক রশিদ নেই, স্বাক্ষর নেই, ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল তারা আবেদন করতে পারবে প্রার্থিতা ফেরতের জন্য। আমরা সেটা দেখব। যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বিবেচনা করা হবে আর গ্রহণযোগ্য না হলে বাতিল করা হবে।’

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫