চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৮ জন গ্রেফতার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ PM
চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় গ্রেফতার ৮ জন

চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় গ্রেফতার ৮ জন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলা ও সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী থানা পুলিশ তাদের গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর রুপন। 

তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযান চলমান রয়েছে এবং পুলিশের একটি দল এখনও এলাকায় অভিযানে চালাচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে দেরিতে বাসায় প্রবেশ করায় দারোয়ান চড় মারে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হয়। শনিবার এবং পরদিন রোববার, দুটি সময়সূচিতে প্রায় ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলেছে। 

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না জুলিয়াস সিজার

এতে অন্তত ৪২১ জন শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে ৪ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে তাদের অবস্থার উন্নতি হলে ২ জনকে বেডে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর হাটহাজারী থানায় ৯৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনের বিরুদ্ধে মামলা করে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫