নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত: ইউট্যাব

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ PM
ইউট্যাব

ইউট্যাব © সংগৃহীত

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, দেশের অন্যতম খ্যাতনামা সাংবাদিক নূরুল কবিরের সঙ্গে অসদাচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা অনাকাঙ্ক্ষিত। যা মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাতের শামিল। চব্বিশের জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশে এটি একেবারেই সমীচীন নয়।

তারা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ডেইলি স্টার ভবনের সামনে গণমাধ্যম ও মুক্তচিন্তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নুরুল কবিরের মতো একজন নির্ভীক সাংবাদিককে যেভাবে বাধা প্রদান ও লাঞ্ছনা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও অনভিপ্রেত। আমরা মনে করি, একজন প্রবীণ সাংবাদিকের সাথে এ ধরনের আচরণ স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী সময়ে যেখানে সাধারণ মানুষের অবাধ চলাফেরা ও বাক-স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্রের এমন কর্মকাণ্ড জনমনে নেতিবাচক বার্তা দেয়।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, স্পষ্টভাবে বলতে চাই, নূরুল কবীর বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীরযোদ্ধা। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনে হুমকির মুখেও কোনোদিন সত্যি কথা বলা বন্ধ করেননি। নুরুল কবিরের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার এবং ভবিষ্যতে যাতে কোনো নাগরিককে এভাবে হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। ইউট্যাব দেশের সাংবাদিক সমাজ ও মুক্তচিন্তার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মান্না আউট, চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫