খালেদা জিয়ার সুস্থতা কামনা ইউটিএলের

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
ইউটিএলের লোগো

ইউটিএলের লোগো © সংগৃহীত

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যলাভ ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। 

আজ শনিবার (২৯ নভেম্বর) ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই দোয়া করার আহবান জানান।

বিবৃতিতে ইউটিএল নেতারা বলেন, গত ১৫ বছর ধরে দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং গণতন্ত্রকামী শক্তির উপর যে অব্যাহত দমন-পীড়ন ও নির্যাতন  চালানো হয়েছে- সেই নির্মমতার হাত থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বাদ যাননি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ রেখে তাঁকে ন্যূনতম চিকিৎসা অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। তবুও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি যে আপোষহীন ভূমিকা পালন করেছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তারা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বিশেষ অনুপ্রেরণার উৎস। তাঁর দ্রুত আরোগ্যলাভ ও সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। ইউটিএল-এর পক্ষ থেকে আমরা দেশবাসী ও শিক্ষক সমাজের প্রতি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫