জকসু নির্বাচন পেছানোর জন্য ওপর থেকে ওহি নাজিল হয়েছে: সাদিক কায়েম

১১ নভেম্বর ২০২৫, ১২:২৭ PM
ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম

ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জকসু নির্বাচনের ডেট (তারিখ) পেছানো হয়েছে। আমার মনে হয়, এ ডেট পেছানোর জন্য ওপর থেকে কারো ওহি নাজিল হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান, আপনারা পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাই না শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক।

মঙ্গলবার (১১ নভেম্বর) রান উইথ শিবির কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। এদিন সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়। 

এসময় তিনি বলেন, ‘রান উইথ শিবির কর্মসূচি’তে আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব দেখতে পেয়েছি। আজ এই কর্মসূচি থেকে মেসেজ হলো- আমরা তরুণ প্রজন্ম যদি দেশের জন্য কিছু করতে চাই, তাহলে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। আমরা দেখছি, আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর একটি কারণ হলো শরীরচর্চা না করা। প্রতিষ্ঠার থেকে ছাত্রশিবির এ ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে আসছে। ফ্যাসিস্ট আমলে জনপরিসরে আমাদের এ কার্যক্রমগুলো করতে দেওয়া হয়নি।

বর্তমান জাতীয় রাজনীতি প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামীর বাংলাদেশে খুনি হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ঠিকানা এদেশে হবে না। ফ্যাসিবাদের দোসরা এখনো বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় আছে। আমরা সবাইকে শনাক্ত করে বিচারের মুখোমুখি দাড় করাবো। সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাতে চাই। খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। খুনি হাসিনাসহ তার দোসরদের বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে। নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ একটি জঙ্গি গোষ্ঠী। এদেরকে প্রতিরোধ করতে হবে। 

আরও পড়ুন: তিন হাজার শিক্ষার্থী নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

এর আগে, মঙ্গলবার সকালে ক্যাম্পাস থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থীদের নিয়ে ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচি শুরু করে জবি শাখা ছাত্র শিবির। এ কর্মসূচিতে তিন হাজারের অধিক শিক্ষার্থীরা অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। তবে তারা মূল র‍্যালিতে অংশ নেননি বলে জানান শাখার নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য প্রদানকালে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, এমন একটি আয়োজনের জন্য জবি শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতোমধ্যে বাংলাদেশ সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকটে বাংলাদেশের তরুণরাই সবসময় এগিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাসিবাদী শক্তি আবারও বাংলাদেশকে হুমকির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি, আমাদের তরুণ সমাজ যদি সজাগ থাকে, ফিট থাকে তবে এই ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। একইসাথে যারা আধিপত্যবাদী শক্তি আছে, যারা বাংলাদেশে বিদেশি প্রভাব কায়েম করতে চায়— বাংলাদেশের তরুণ সমাজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানাতে চাই।

জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজকের ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’। আমাদের এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হলে সুস্থ থাকার বিকল্প নেই। আমাদের এ কর্মসূচিতে তিন হাজারের মতো শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করি জবি শিবির আগামীতেও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও চমৎকার কর্মসূচির আয়োজন করবে ইনশাআল্লাহ। সে সব কর্মসূচিতে সব শিক্ষার্থীর অংশগ্রহণের আহ্বান জানাই। 

এ কর্মসূচিতে শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, আসাদুল ইসলাম, শাখা সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫