হলভিত্তিক ‘ফাস্ট এইড বক্স’ বিতরণ ঢাকা কলেজ ছাত্রশিবিরের

০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ PM
‘ফাস্ট এইড বক্স’ বিতরণ ঢাকা কলেজ ছাত্রশিবিরের

‘ফাস্ট এইড বক্স’ বিতরণ ঢাকা কলেজ ছাত্রশিবিরের © টিডিসি ফটো

ঢাকা কলেজের হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে হলভিত্তিক ‘ফাস্ট এইড বক্স’ বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় কলেজের উত্তর ছাত্রবাসের সামনে এই কর্মসূচির আয়োজন করে ছাত্র সংগঠনটি।

কর্মসূচিতে হলের প্রতিনিধিদের হাতে চিকিৎসার বক্সগুলো তুলে দেন ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ। এর আগে ফাস্ট এইড বক্স বিতরণ কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন মোস্তাকিম আহমেদ। 

কলেজ শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, ‘ঢাকা কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা আবাসিকভাবে অবস্থান করেন। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা, আঘাত বা হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা পান না। সেই প্রয়োজনীয়তা থেকেই আমরা এই ‘ফাস্ট এইড বক্স’ বিতরণের উদ্যোগ নিয়েছি। যাতে প্রতিটি হলে প্রাথমিক চিকিৎসা সামগ্রী সহজলভ্য হয় এবং শিক্ষার্থীরা দ্রুত সেবা পেতে পারেন।’

আরও পড়ুন: ‘নির্বাচনী গেমপ্ল্যানে’ কতটা কাজে আসবে জামায়াত আমীরের যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ সফর?

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী শুধু পাঠ্যজ্ঞানেই নয়, মানবিক মূল্যবোধ ও সহানুভূতিতে সমৃদ্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই কর্মসূচি তারই অংশ, যেখানে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। এছাড়াও আমরা ক্যাম্পাসে বিগত কয়েকদিনে ইতিবাচক অনেক কাজ করেছি।’

শাখা সভাপতি মোস্তাকিম আহমেদসহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি আব্দুর রহমান আফনান, অফিস সম্পাদক সাইমুন ইসলাম সনিসহ বিভিন্ন হল ইউনিটের ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য কলেজ প্রশাসনের প্রতি ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ৩ দফা দাবি জানানো হয়। দাবিসমূহ হলো- ক্যাম্পাসে অভিজ্ঞ, দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল সাপোর্টিং রেডি করা, জরুরী সময়ে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করে একটি আধুনিক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা এবং কোনো একটি হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫