বিগ ব্যাশে নিজের দ্বিতীয় ম্যাচে আলো ছড়ালেন রিশাদ হোসেন

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ AM
 রিশাদ হোসেন

রিশাদ হোসেন © টিডিসি ফোটো

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখালেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে তার ভালো বোলিং সত্ত্বেও জয় পায়নি হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন স্টার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেন্স নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫৮ রান। নিচের দিকে ব্যাট করতে নেমে ৯ নম্বরে খেলতে নেমে রিশাদ ৩ বলে একটি বাউন্ডারিসহ ৫ রানে অপরাজিত থাকেন।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মেলবোর্ন স্টার্স ভালো শুরু পায়। তবে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে থমাস রজার্সকে আউট করে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। নিজের পরের ওভারেই ফেরান জো ক্লার্ককে। দুই ওভারে দুই উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেন তিনি।

তবে তৃতীয় ওভারটি রিশাদের জন্য একটু খরুচে হয়ে যায়। ওই ওভার থেকে আসে ১৯ রান। সব মিলিয়ে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বাংলাদেশি স্পিনার। এরপর আর বোলিং করার সুযোগ পাননি তিনি। হোবার্টের অন্য বোলাররাও কোনো উইকেট নিতে ব্যর্থ হন।

দ্রুত দুই উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। তাদের ব্যাটিংয়েই সহজ জয় নিশ্চিত করে মেলবোর্ন স্টার্স।

এর আগে বিগ ব্যাশে নিজের অভিষেক ম্যাচে রিশাদ ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দারুণ বোলিং করেছিলেন এবং সে ম্যাচে জয় পেয়েছিল হোবার্ট। দ্বিতীয় ম্যাচেও জোড়া উইকেট পেলেও এবার আর জয়ের হাসি হাসতে পারলেন না তিনি।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫