আফগানিস্তান সিরিজের আগেই সুখবর পেল টাইগাররা

০১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের সাইফ হাসান ও রিশাদ হোসেন। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন এই দুই তরুণ। ব্যাটারদের তালিকায় বিশাল লাফ দিয়েছেন ওপেনার সাইফ, আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ।

সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সাইফ। মাত্র এক সপ্তাহ আগেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন। এবার আরও ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে পৌঁছে গেছেন। বর্তমানে তার রেটিং ৫৫৫, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। 

অবশ্য, ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে না খেলা লিটন দাস তিন ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে রয়েছেন। এছাড়া তানজিদ হাসান ও তাওহীদ হৃদয় যথাক্রমে ৪৫ ও ৪৬তম এবং জাকের আলি ৬৩তম অবস্থানে রয়েছেন।

এদিকে বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০তম স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১৮। এছাড়া পেসার তাসকিন আহমেদ একধাপ এগিয়ে এখন ৩০তম আছেন। তবে মোস্তাফিজুর রহমান দুইধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমেছেন, যদিও এখনও বাংলাদেশের শীর্ষ বোলার দ্য ফিজই।

এবারের র‍্যাঙ্কিং হালনাগাদে সবচেয়ে বড় চমক ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ব্যাটারদের ইতিহাসে সর্বোচ্চ রেটিং অর্জন করেন তিনি (৯৩১ পয়েন্ট)। এই রেটিং গত পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে দ্বিতীয়স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ পয়েন্টে এগিয়ে তিনি।

অলরাউন্ডারদের তালিকায়ও পরিবর্তন এসেছে। হার্দিক পান্ডিয়ার আধিপত্যের অবসান ঘটিয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ ধাপ এগিয়ে সবার উপরে তিনি। দ্বিতীয়স্থানে নেমে গেছেন পান্ডিয়া।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। এশিয়া কাপে ৭ উইকেট নিয়েও নিজের অবস্থান অক্ষত রেখেছেন তিনি। তার সতীর্থ কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ভারতের অক্ষর প্যাটেল।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫