ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি সাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ PM
ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি সাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি সাইটসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয় © টিডিসি ফটো

ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎই অচল হয়ে পড়েছে। ডাউন ডিটেক্টর, লিংকডেইন, ক্যানভা এবং ক্লাউডফ্লেয়ারে নিজস্ব ওয়েবসাইটসহ বাংলাদেশিসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।

ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চ মাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার বলে, ‘রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু সময় তাদের সার্ভারে সমস্যা হতে পারে জানিয়েছে ক্লাউডফ্লেয়ার।’

তারা গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে, রক্ষণাবেক্ষণের এই সময়ে বিকল্প পথ নিশ্চিত করতে। এই সময় ডেটাসেন্টারের নেটওয়ার্ক ইন্টারফেস সাময়িকভাবে বন্ধ হতে পারে।

অন্যদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় পড়ে। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেন, যেখানে উল্লেখ ছিল, ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে অনেক সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫