ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ PM
কাতারে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কাতারে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

কাতারের রাজধানী দোহার উত্তরাংশে অবস্থিত কাতার বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্যের একটি মর্যাদাপূর্ণ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। আধুনিক ল্যাবরেটরি, অভিজ্ঞ শিক্ষক ও বহুজাতিক পরিবেশ—সব মিলিয়ে এটি ইতোমধ্যে বৈশ্বিক উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান;

*আবাসন সুবিধা প্রদান;

*বাৎসরিক ভাতা প্রদান করবে;

*রাউন্ড বিমান টিকেট প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে মাস্টার্স-পিএইচডিতে পড়ুন চীনের চংকিং ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

অধ্যয়নের ক্ষেত্র

কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলেজ অব এডুকেশন, কলেজ অব ইঞ্জিনিয়ারিং, কলেজ অব ল, কলেজ অব মেডিসিন, কলেজ অব ফার্মেসি, কলেজ অব শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলেজ অব হেলথ সায়েন্সেসের মতো আন্তর্জাতিক মানসম্পন্ন একাধিক অনুষদ।

আবেদনের যোগ্যতা 

*স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রিধারী ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে;

*পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর প্রয়োজন হবে;

আরও পড়ুন: মেক্সট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;

*দুইটি রেফারেন্স লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*আইইএলটিএস স্কোরের সনদ;

*পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল;

*জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মসজিলের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল পে-কমিশনের সভা হচ্ছে কি?
  • ৩০ ডিসেম্বর ২০২৫