স্কলারশিপে পড়ুন গ্লাসগো ইউনিভার্সিটিতে, আবেদন এমবিএ প্রোগ্রামে

২২ আগস্ট ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
গ্লাসগো ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ পড়তে চাইলে আবেদন করুন এখনই

গ্লাসগো ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ পড়তে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। ২০২৫ সালের সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। `গ্লাসগো এমবিএ স্কলারশিপ' এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মওকুফ করবে। নারী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে স্কলারশিপ বরাদ্দ করা আছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার কোনো আনুষ্ঠানিক শেষ তারিখ নেই। তবে তহবিল সীমিত ও ধারাবাহিকভাবে প্রদান করা হয় বলে যত দ্রুত সম্ভব আবেদনের পরামর্শ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ইউনিভার্সিটি অব গ্লাসগোর এমবিএ প্রোগ্রাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং শিক্ষার্থীদের নেতৃত্ব, কৌশলগত চিন্তাভাবনা ও ব্যবসা রূপান্তরের দক্ষতা অর্জনে সহায়তা করে। এই বৃত্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি অসাধারণ প্রার্থীদের জন্য প্রোগ্রামটিকে আরও সহজলভ্য করতে চায়, যারা বৃত্তি ছাড়া নিজেদের পড়াশোনার ব্যয় বহন করতে পারেন না।

আবেদনের যোগ্যতা—

*বৃত্তির জন্য বিবেচিত হতে প্রার্থীদের অ্যাকাডেমিক ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সাধারণত প্রথম শ্রেণির অনার্স ডিগ্রি বা পেশাগত ভালো রেকর্ড থাকতে হবে; 

*প্রার্থীদের ইংরেজি ভাষার শর্ত (আইইএলটিএস) পূরণ করতে হবে;

*মূল্যায়নের সময় আবেদনকারীর আর্থিক অবস্থা বিবেচনায় নেওয়া হতে পারে; 

আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য হলো, যারা ইতোমধ্যে এমবিএ প্রোগ্রামে আবেদন করেছেন তারাই এ বৃত্তির জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃত্তির আবেদন ফরম এবং এমবিএ সাক্ষাৎকারের ভিত্তিতে আবেদনগুলো পর্যালোচনা করা হয়। 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন মিলান ইউনিভার্সিটিতে, মাসিক ভাতা-টিউশন ফি মওকুফসহ থাকছে নানা সুবিধা

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীদের ইউনিভার্সিটি অব গ্লাসগোর অনলাইন সিস্টেমের মাধ্যমে এমবিএ আবেদন সম্পন্ন করতে হবে। এমবিএ সাক্ষাৎকারের ফলাফল ও শর্তযুক্ত বা নিঃশর্ত অফার পাওয়ার পর, তারা অ্যাপ্লিক্যান্ট সেলফ-সার্ভিস পোর্টালের মাধ্যমে বৃত্তির আবেদন ফরম জমা দিতে পারবেন।

এমবিএ প্রোগ্রাম ও বৃত্তির বিষয়ে জানতে ব্যবসায় অনুষদের ভর্তিসংক্রান্ত দলের সঙ্গে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। 
business-mba-recruitment@glasgow.ac.uk 

বৃত্তির যোগ্যতা-সম্পর্কিত নানা প্রশ্ন scholarships@glasgow.ac.uk-তে পাঠাতে পারবেন আগ্রহীরা।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৃত্তি কর্মসূচির লক্ষ্য যত বেশি সম্ভব স্ব অর্থায়িত শিক্ষার্থীকে সহায়তা করা। যোগ্য আবেদনকারীদের সাক্ষাৎকারের পাঁচ কর্মদিবসের মধ্যে সাধারণত বৃত্তির ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়।

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫