শরীয়ত অনুযায়ী যেসব ত্রুটি থাকলে কোরবানি সহীহ হবে না

০১ জুন ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৭:৪৯ PM
কোরবানির গরু

কোরবানির গরু © সংগৃহীত

ঈদুল আজহা কেবল উৎসব নয় এটি মুসলমানদের জন্য আত্মত্যাগ ও আনুগত্য প্রকাশের এক মহান ইবাদত। সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের ওপর কোরবানি ওয়াজিব। হজরত আদম (আ.) থেকে শুরু করে সব নবী-রসুলের যুগেই কোরবানির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম ছিল। কোরবানি ইসলামের ‘শাআইরে ইসলাম’ তথা প্রতীকী ইবাদতগুলোর অন্যতম। এই ইবাদতের মাধ্যমে একদিকে যেমন আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করা হয়, অন্যদিকে সমাজের দরিদ্র, অসহায় মানুষদের সঙ্গে ভাগাভাগি করা হয় উৎসবের আনন্দ। কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে তাই শরিয়তের নির্দেশনাগুলো জানা ও মানা অত্যন্ত জরুরি।

যেসব পশু কোরবানি করা যাবে
শরিয়ত অনুযায়ী উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা-এই ছয় ধরনের গৃহপালিত চতুষ্পদ নিরীহ পশু দিয়েই কোরবানি আদায় করা যাবে। কোরআনে এসব পশুকে বলা হয়েছে ‘বাহিমাতুল আনআম’। (সুরা হজ, আয়াত ৩৪)
রাসুলুল্লাহ (সা.) এর হাদিস অনুযায়ী, উটের বয়স হতে হবে কমপক্ষে ৫ বছর, গরু ও মহিষের ২ বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার অন্তত ১ বছর। তবে যদি কোনো ভেড়া বা দুম্বা ছয় মাস বয়সেই এতটা হৃষ্টপুষ্ট হয় যে এক বছর বয়সী মনে হয়, তাহলে তা দিয়েও কোরবানি করা যাবে (সহীহ মুসলিম)।

আরও পড়ুন: নকল ওষুধে জীবনহানি! জেনে নিন চেনার উপায়

কোরবানি অযোগ্য পশুর বৈশিষ্ট্য কী
রাসুল (সা.) স্পষ্টভাবে চার ধরনের পশুকে কোরবানি থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন (তিরমিজি, হাদিস ১৪৯৭)

অন্ধ – যে পশু চোখে দেখে না।
রোগাক্রান্ত – স্পষ্টভাবে অসুস্থ বা দুর্বল পশু।
পঙ্গু – যে তিন পায়ে হাঁটে বা এক পায়ে ভর রাখতে অক্ষম।
আহত – যাদের অঙ্গ ভেঙে গেছে বা মারাত্মকভাবে জখম।

আরও যেসব দোষ-ত্রুটি থাকলে কোরবানি হবেনা 
চিবাতে অক্ষম পশু: যে পশুর দাঁত নেই বা এত পড়ে গেছে যে খাবার চিবোতে পারে না।
মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত পশু: যার শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে।
কান বা লেজ কাটা পশু: যদি অর্ধেক বা তার বেশি কাটা হয়, তাহলে কোরবানি জায়েজ নয়।
দৃষ্টিহীন পশু: যার দুই চোখই অন্ধ বা এক চোখ পুরোপুরি নষ্ট।
চরম দুর্বলতা: যে পশু নিজে হেঁটে জবাইস্থলে যেতে পারে না।
প্রসবকালীন গর্ভবতী পশু: যদিও গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে প্রসব নিকটবর্তী হলে তা মাকরূহ (অপছন্দনীয়)।

আরও পড়ুন: শুধু স্ক্রিনটাইম নয়, এসব অভ্যাসেও করছেন চোখের ক্ষতি

পশু কেনার সময় যা লক্ষ্য রাখবেন
হজরত আলী (রা.) বলেন, রাসুল (সা.) আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা পশুর চোখ ও কান ভালোভাবে দেখে নিই এবং কানকাটা, ছেঁড়াকান বা ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি (আবু দাউদ, হাদিস : ২৮০৪)। তাই হাটে পশু কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, খুঁত বা রোগ লুকিয়ে আছে কিনা সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। কোরবানি শুধু একটি সামাজিক উৎসব নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ভেজাল ইবাদত। তাই পশু নির্বাচনে গাফিলতি বা অসতর্কতা যেন আমাদের এই ইবাদতকে নষ্ট না করে ফেলে।

অফিসার নিয়োগ দেবে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিত, ভিসির পদত্যাগ চেয়ে জবি ছাত্রদলের বিক্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা দিলো সরকার
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম জিয়ার মৃত্যুতে শোক তামিম-মুশফিক-লিটনদের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫