ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ভেতরে শিক্ষকরা, বাইরে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ—নিরাপত্তা জোরদার

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ PM
ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে © টিডিসি ফটো

স্বতন্ত্রতা রক্ষার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা। তাদের সঙ্গে ইডেন কলেজের শিক্ষকরাও আছেন। আর বাইরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এমন মুখোমুখি অবস্থানে দেখা গেছে শিক্ষক ও শিক্ষার্থীদের। 

এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা কলেজের গেট বন্ধ করে মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ। একইসঙ্গে ইডেন বাঁচাও রক্ষা পরিষদের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের অধ্যক্ষ ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কার্যালয় অবরুদ্ধ অবস্থান নিয়েছেন। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, ঢাকা কলেজের ভেতরে দুই কলেজের শিক্ষকরা অবস্থান করছেন, আর বাইরে আছেন শিক্ষার্থীরা। কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অধ্যাদেশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ দীর্ঘ বছরের শোষণ-বঞ্চনা ও অনিয়মের বিরুদ্ধে থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বেরিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্র একটি সুষ্ঠ সমাধান নিশ্চিত করণে মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করবে। রাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় গত দেড় বছর হতে লড়াই চলছে এ নিয়ে।

আরও পড়ুন: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ  

তিনি আরও বলেন, ‘এ বছরই সেপ্টেম্বর মাসে একটি খসড়া অধ্যাদেশ জারি করছে। তার পরে সাত কলেজের কিছু সংখ্যক শিক্ষা ক্যাডার বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা পাঠদান সরবরাহ করতে আগ্রহী নন। রাষ্ট্র আমাদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের একটি উত্তম মডেল উপহার দিতে চাইলেও শিক্ষকরা তার বিরুদ্ধে অবস্থান করছেন, যা খুবই ন্যাক্কারজনক ঘটনা।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের বিক্ষোভ মধ্যে তারা ইচ্ছাকৃত বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থী মুখোমুুখি অবস্থান নিয়ে খারাপ পরিস্থিত সৃষ্টি করে ফায়দা নিতে চায়। আমরা শিক্ষকদের কোনও পাতা ফাঁদে পা দেব না।’

সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫