শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ ৪র্থ বর্ষের পরীক্ষা, প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ AM
ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিল

ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিল © সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কাঠামোর সর্বস্তরে স্থায়ীভাবে কেবলমাত্র বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি করতে সাত কলেজের অনার্সের পরীক্ষা বন্ধসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষকেরা। ৪ ডিসেম্বর সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা বন্ধ করে শিক্ষকদের এই কর্মবিরতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ অনার্স চতুর্থ বর্ষেরা শিক্ষার্থীরা।

সোমবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় ঢাকা কলেজ হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাইন্সল্যাব মোড় ঘুরে কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে কলেজ সংলগ্ন মিরপুর সড়কের আগুন জালিয়ে বিক্ষোভ করেন তারা। 

সংক্ষিপ্ত সমাবেশে পরীক্ষা বন্ধ রেখে অযৌক্তিক শিক্ষকদের কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীকাল সকাল ১২ টার মধ্যে ঢাকা কলেজের প্রতিটি বিভাগে তালা ঝুলানোর আল্টিমেটাম দেন বিক্ষোভরত অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মইনুল ইসলাম বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সরকারি সিদ্ধান্তের ইস্যুকে কেন্দ্র করে সাত কলেজের কিছু অসাধু শিক্ষক যারা ফ্যাসিবাদী সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তারা সাত কলেজের দেড় লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষ সহ বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ ডিসেম্বরের পরীক্ষা বর্জনের যে সিদ্ধান্ত নিয়ে শিক্ষকেরা যদি এ সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে আগামীকাল ঢাকা কলেজের একাডেমিক সহ সব বিভাগে এসব দালাল শিক্ষকদের বর্জন করা হবে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫