বুধবার বিক্ষোভ করবেন সাত কলেজের শিক্ষার্থীরা

০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ AM
সরকারি সাত কলেজের লোগো

সরকারি সাত কলেজের লোগো © সংগৃহীত

আন্দোলনের ডাক দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অর্গানাইজিং উইং, সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন এ বিক্ষোভের ডাক দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া নিয়ে পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ! ইতোমধ্যে সকলেই অবগত আছেন, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় উক্ত আইনের খসড়ার বিষয়ে অনলাইনের মাধ্যমে সকল অংশীজনের মতামত নিয়েছেন। 

গত ২০ ও ২১ অক্টোবর এবং গত ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি. যথাক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই- সুশীল সমাজের সাথে মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করার অভিপ্রায়ে তিনটি সভার আয়োজন করেছে! কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো আমাদের চূড়ান্ত মুক্তির সেই অধ্যাদেশের কোনো গতিশীলতা আমাদের চোখে পড়ছে না, সেই সাথে পরিচয় সংকট ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সকল শিক্ষাবর্ষের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

এমতাবস্থায়, রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল অর্থাৎ ০৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় রাজধানীর ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত সড়কে একটি বৃহৎ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। কর্মসূচি শেষ করে ঢাকা কলেজ মূল ফটকে একটি সংবাদ সম্মেলন করা হবে। 

অতএব, সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) সকল শিক্ষার্থীদের উপরোক্ত কর্মসূচির বিষয়ে অবগত করা হল। 

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫